বরগুনার আমতালী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ  জোহরা মৈতি ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন। এ হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ নাগরিক অংশ নেয়।  জানাগেছে, নিষিদ্ধ সংগঠন আমতলী উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি গত ৫ই আগষ্টের পরে ঘোল পাল্টিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতা বনে যান। অভিযোগ রয়েছে মানুষকে হয়রানী করতে বিভিন্ন কৌশল গ্রহন করেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মৈতি উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছেন। উপজেলা ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় ফুসে উঠেছে উপছেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) ছাত্রলীগ নেত্রীর দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ নাগরিক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। উপজেলা ছাত্রদল সভাপতি সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদল আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক রাজিব মৃধা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস প্রমুখ।মানববন্ধনে বক্তারা নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ নেত্রী ফাতিমাতুজ জোহরা মৈতির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ ইমরান খান বলেন, আমাকে হয়রানী করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী মৈতি মিথ্যা মামলা দায়ের করেছেন। ছাত্রলীগ নেত্রী মৈতি আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে এ বানোয়াট মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, মৈতির বাবা উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।   নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আমি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করিনি। আমি মামলা করেছি ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে। তিনি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আগে ছাত্রলীগ করতাম। এখন পদত্যাগ করেছি।   আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মামলা নথি হাতে পেয়েছি। আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি মামলার এজাহার Read more

৫ আগস্ট লাশ পোড়ানোয় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার
৫ আগস্ট লাশ পোড়ানোয় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর Read more

মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২
মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাকে হত্যা করে ডোবায় লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করার দায়ে ২ আসামিকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন