দেশি কাপড় বিদেশি বলে বিক্রির অভিযোগে নওগাঁ শহরের বাটার মোড়ে অবস্থিত শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজার নামের দুটি প্রতিষ্ঠানের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শিলামনি গার্মেন্টস এবং আসমান বিগ বাজার নামের দুটি কাপড়ের দোকান অভিযান পরিচালনা করা হয়। এসময় এই দুটি প্রতিষ্ঠানে দেশীয় পোশাক বিদেশী পোশাক বলে বিক্রির সত্যতা পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেন দুটি প্রতিষ্ঠান।এসআর
Source: সময়ের কন্ঠস্বর