সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড়মনোহারা গ্রামে স্বপন রায় এর বাড়িতে লক্ষ্মী মন্দিরে দুষ্কৃতিকারী লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিয়ে নিয়ে গিয়েছে।স্থানীয় সুত্রে জানা গেছে, স্বপন রায় এর বাড়িতে লক্ষ্মী মন্দির অনেক পুরাতন। দীর্ঘদিন যাবৎ স্বপন রায় নিজ উদ্যোগে বড়মনোহারা হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে লক্ষ্মী পূজা পালন করে থাকে। তবে লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি কাজ করছে। এ বিষয়ে বড়মনোহারা লক্ষ্মী মন্দিরের সেবায়েত স্বপন রায় জানান, রাতে লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুষ্কৃতকারী। রাতে যখন শব্দ শুনতে পায় মন্দিরের দিকে এগিয়ে আসলে একজন দুষ্কৃতকারী পালিয়ে যায়। তিনি আরও জানান, অনেক আতংকিত এবং ভয়ের মধ্যে রয়েছি। তবে যে লোকটা মাথা কেটে নিয়েছে তার পরিচয় সনাক্ত করতে পারেননি।  উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সংগঠনিক সম্পাদক সাধন কুমার সরকার জানান লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। দুষ্কৃতকারী যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মন্দিরের সভাপতি বিপুল সরকার বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে দূর্নাগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব জানান লক্ষ্মী প্রতিমা ভাংচুরের ঘটনায় তারাও কষ্ট পেয়েছেন। তবে দুষ্কৃতকারী যেই হোক তাদের কে আইনের আওতায় আনার দাবি জানান তিনি । এটি নিয়ে তারা সাংগঠনিকভাবে তদন্ত করে দুষ্কৃতকারী কে খুঁজে বের করার চেষ্টা করবেন । উল্লাপাড়া-তাড়াশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনায় পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারী কে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অটিস্টিক ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার‘
‘অটিস্টিক ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার‘

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

রেলসেতুতে টিকটক, ট্রেন আসায় নদীতে লাফ দিয়ে নিখোঁজ কিশোর
রেলসেতুতে টিকটক, ট্রেন আসায় নদীতে লাফ দিয়ে নিখোঁজ কিশোর

জামালপুরের ইসলামপুরে রেলসেতুতে বসে টিকটিক করার সময় ট্রেন চলে আসায় নদীতে ঝাঁপ দিয়ে মৃদুল (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন