এখন রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। রোজা রেখে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুসলিম যুবক এক হিন্দু নারীকে রক্ত দিয়েছেন। রোববার হঠাৎ ওই নারীর রক্তের দরকার হয়। ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অর্গানাইজেশন নাসিম নামে ওই মুসলিম যুবকের সঙ্গে যোগাযোগ করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সি মুসলিম যুবক নাসিম মালিতা। রোজা রেখেছেন তিনি। সেই অবস্থাতেই তিনি এক হিন্দু নারীকে রক্ত দিলেন। ওই নারী কিডনির সমস্যায় ভুগছেন। তিনি ২০১৭-১৮ সাল থেকে অসুস্থ। মাঝেমাধ্য়েই তার রক্তের প্রয়োজন হয়। ওইদিনও তার রক্তের প্রয়োজন ছিল। সেই সময় এগিয়ে এলেন নাসিম।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নারী নদিয়ার মাজদিয়া এলাকার বাসিন্দা। কিডনি সংক্রান্ত সমস্যা ছিল তার। সেকারণে তাকে রক্ত দিতে হত। রোববার আচমকাই তার রক্তের প্রয়োজন হয়। সেই সময় ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অর্গানাইজেশন নাসিমের সঙ্গে যোগাযোগ করে। তিনি আসলে মুর্শিদাবাদের পলাশীর বাসিন্দা। কিন্তু পড়াশোনার জন্য় তিনি কল্যাণীতে থাকেন।রোববার বিকালে তাকে অনুরোধ করা হয়েছিল। এরপর আর দ্বিতীয়বার ভাবেননি তিনি। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি রাজি আছেন। নাসিম এরপরই রক্ত দিতে যান। তিনি ওই নারীর পরিচয়, তার ধর্ম কী এনিয়ে একেবারেই কোনো প্রশ্ন তোলেননি।ওই নারীর ছেলে সঞ্জু মাঝেমধ্য়েই রক্ত দেন। তিনি নাসিমকে চেনেন। সঞ্জুও ওই সংগঠনকে রক্ত দেন। তিনিও রক্তদান করার সময় কখনওই গ্রহীতার ধর্ম সম্পর্কে জানতে চান না। নাসিমের প্রতি কৃতজ্ঞ সঞ্জু।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মালিক-শ্রমিকদের তোষামোদিতে ঈদে বাড়ছে ভাড়া ও দুর্ঘটনা’
‘মালিক-শ্রমিকদের তোষামোদিতে ঈদে বাড়ছে ভাড়া ও দুর্ঘটনা’

সরকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের তোষামোদি করার কারণে প্রতি ঈদে ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চালাচল শুরু
তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চালাচল শুরু

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে তিন ঘণ্টা পর এই মহাসড়কে যান চলাচল শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন