সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই অভ্যুত্থানে শেখেরখীল রাস্তারমাথা এলাকায় ছাত্রদের ওপর হামলায় দায়ের করা মামলায় নজরুল ইসলাম ওরফে পেডাইন্ন্যা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল)চট্টগ্রামের ভোরে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার ও উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরওয়ারের নেতৃত্বে একদল পুলিশ শেখেরখীল ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মৃত রৌশন আলীর ছেলে।গ্রেপ্তার নজরুল ইসলাম ওরফে পেডাইন্ন্যা শেখেরখীল ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি। বাঁশখালী আওয়ামী লীগের রাজনীতিতে নজরুল ইসলাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটনের অনুসারী। এছাড়াও তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের শেখেরখীল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।পুলিশ জানায়, যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে পেডাইন্ন্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অভিযোগ আছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে নজরুল সিএনএন বাংলা টেলিভিশন ও সিটিজি ক্রাইম টিভি নামের একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বাঁশখালী প্রতিনিধি পরিচয় দিচ্ছেন। এর আগে বিভিন্ন সময় বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের মৌলভীবাজারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে গণপিটুনির শিকার হলেও ক্ষান্ত হননি তিনি। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অবাধে চাঁদাবাজির অভিযোগে নজরুল সিকদার প্রকাশ পেডানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে শেখেরখীল মৌলভী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।স্থানীয় ব্যবসায়ীরা জানান, পেডাইন্ন্যা মৌলভীবাজারের ব্যবসায়ীদের কাছে এক মুর্তিমান আতংকের নাম। একাধিক মামলার আসামি পেডাইন্ন্যা বাঁশখালী থেকে পালিয়ে চট্টগ্রাম শহরে আশ্রয় নিয়ে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মৌলভী বাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান বলেন, সাংবাদিক পরিচয় দানকারী যুবলীগ নেতা নজরুল সিকদার প্রকাশ পেডান একজন নেশাগ্রস্ত ব্যক্তি। সে মদ পান করে মাতলামি করে। বাজারের ক্রেতা সাধারণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দোকান থেকে টাকা ছাড়া মালামাল ছিনিয়ে নিয়ে যায়।বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী বলেন, গত ৫ আগস্টের পর থেকে সাংবাদিক পরিচয়ে অখ্যাত নিউজ পোর্টালের প্রেসকার্ড ব্যবহার করে দাপিয়ে বেড়াচ্ছেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। তার এই কর্মকাণ্ডে সাধারণ মানুষ, প্রশাসন, জনপ্রতিনিধি, পেশাদার সাংবাদিক ও সুশীল সমাজের সচেতন নাগরিকগণ বিভ্রান্ত হচ্ছে। পেশাদার সাংবাদিকদের লেখা প্রকাশিত নিউজ কপি করে অনলাইন বা নামমাত্র পেইজে নিজের নামে প্রচার করছে। সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, মোবাইল ফোনে হুমকি, অবৈধ ব্যবসা ও বিভিন্ন অপকর্ম করে আসছে।বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা নজরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর