যশোর শহরের রেলরোডে সাদি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ মার্চ) রাত ১২ টার দিকে পঙ্গু হাসপাতালের পাশে তার নিজ বাড়ির সামনে খুনের ঘটনাটি ঘটে। নিহত সাদি রেলরোড এলাকার শওকত আলীর ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি করে। এসময় দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, সাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তিনি মারা যান৷ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জরুরি বিভাগে দায়িত্বরত সেবক (নার্স) বাবুল গুপ্ত জানিয়েছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবকে ছাড়িয়ে রিশাদের কীর্তি
সাকিবকে ছাড়িয়ে রিশাদের কীর্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন কীর্তি গড়েছেন রিশাদ হোসেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন