কারও লেজুড়বৃত্তি না করে ছাত্রদলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধকালে তিনি এ কথা বলেন।এ্যানি বলেন, আগামী দিনে ছাত্রদলের সদস্যরাই করবে রাজনীতি। তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে।তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ছাত্রদল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল।৬টি বুথের মাধ্যমে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ১৮ মার্চ, টিএসসিতে দু’দলের ২০ জনকে পুরস্কৃত করা হবে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর