দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে নিহত হন কামরুল ইসলাম নামে এক বাংলাদেশী প্রবাসী।বৃহস্পতিবার (১৩ মার্চ ) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।নিহত কামরুল ইসলাম ফেনী জেলার ,দাগনভুঞা থানার ,পশ্চিম করমুল্যাহপুর ,অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ।জানা যায়, দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুই জন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে দোকানের বাহিরে রাখা কামরুলের গাড়িতে আরো নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির নিকট। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয় বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সেখানকার বাংলাদেশী কমিউনিটিতে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর