নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদসহ বিভিন্ন কর্মকর্তা ছাড়াই চলছে উপজেলা প্রশাসনের কার্যক্রম। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের। এলাকার মানুষের সেবার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ওই পদগুলোতে কর্মকর্তা যোগদানে ভুমিকা গ্রহণ করা না হলে উপজেলার চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হবে জনগণ। জানা গেছে, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১১ মার্চ উপজেলা থেকে বদলি জনিত কারণে মাত্র সাড়ে ৪মাস দায়িত্ব পালন করে চলে যায়। এছাড়াও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিএ), উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক ছাড়া চলছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম। পাশাপাশি সহকারি কমিশনার (ভূমি) দির্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ভুমি সেবার মান ব্যহত হচ্ছে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে উপজেলার ওইসকল কার্যালয়ের দায়িত্ব। এতে করে সঠিক সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে উপজেলার সাধারণ মানুষদের। গত ১১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বদলি জনিত কারণে ধামইরহাট উপজেলা থেকে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় ইএনও হিসেবে যোগদানের নির্দেশ আসে। এর কয়দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমরা বিশ্বাস বদলি হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।বর্তমানে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ ধামইরহাট উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ২ উপজেলার দায়িত্ব পালন অনেকটা সেবার মান নিয়ে প্রশ্ন জনমনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রæত যোগদান না হলে উপজেলার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানান রকম সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং এর অভাবে অসাধু ব্যবসায়িরা নিয়ন্ত্রণহীন ভাবে ভোক্তাদের সাধ্যের বাহিরে পণ্যের দাম বাড়ানো সহ নানান সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের। দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদগুলোতে কর্মকর্তা যোগদান না হলে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করছেন এলাকার সচেতন মহল। এদিকে ভুমি নামজারি করতে আসা আব্দুস ছালাম জানান, আমি আমার স্ত্রীর জমি খাজনা-খারিজ এর জন্য আবেদন করেছিলাম। উপজেলা সহকারি ভূমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় আমার কাজে সাময়িক অসুবিধা ও সময় বেশি লাগছে বলে জানান তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় গৃহবধূকে একা পেয়ে গণধর্ষণ, অভিযুক্ত ৩ আসামি গ্রেপ্তার 
পাবনায় গৃহবধূকে একা পেয়ে গণধর্ষণ, অভিযুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূ (২৬) কে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়গুলোতে বহিরাগত ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খোদ সংগঠনটিরই অনেক নেতাকর্মীরা

উত্তরায় নিহত আসিফের বাড়িতে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতারা
উত্তরায় নিহত আসিফের বাড়িতে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতারা

রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত আসিফ হাসানের পরিবারের খোঁজ খবর নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন