রাজনীতিকদের অনেকে মনে করছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, পাশাপাশি জুলাই-অগাস্টের আন্দোলনে অংশ নেওয়াদেরও অনেকে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বার বার দাবির ওঠার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের ব্যাপারে সরকারের আপত্তি কেন, এ প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
Source: বিবিসি বাংলা