তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে তিস্তা নদী বেষ্টিত উত্তরের জেলা নীলফামারীর অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পাওয়ার চায়না।বুধবার (১২ মার্চ) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিস্তাপাড়ের মানুষ, তিস্তা নদীরক্ষা আন্দোলনকারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অংশীজনদের অংশগ্রহণে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পাওয়ার চায়না কোম্পানির সিনিয়র এক্সপার্ট মকবুল হোসেন। এ সময় পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন ও লিও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাওয়ার চায়নার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ‘নীলফামারীসহ উত্তরের পাঁচটি জেলার তিস্তা নদীর ১১০ কিলোমিটার এলাকায় এক হাজার ৩৩০ লক্ষ ঘনমিটার ড্রেজিং কার্যক্রম চালানো হবে। এই প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজ, নদীর দুইধারে বাঁধ নির্মাণ ও মেরামত, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও মেরামত, নদীর দুইধারে সড়ক নির্মাণ, ১৭০ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা কাজ করা হবে।’প্রকল্পটি বাস্তবায়িত হলে, গ্রোয়েন নির্মাণ ও তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। খননকৃত মাটি ব্যবহার করে নদীর তীরবর্তী জমি পুনরুদ্ধার করে সেখানে অর্থনৈতিক অঞ্চল, স্যাটেলাইট টাউন নির্মাণ এবং সেচ ও কৃষি ব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি করা যাবে।এছাড়াও, শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ষাকালে শাখা নদীসহ ব্যারেজের উজানে তিস্তা নদীতে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা যাবে এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।মতবিনিময় সভায় বক্তৃতা দেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নদী গবেষক তুহিন ওয়াদুদ, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন প্রমুখ। এসময় তারা অতিদ্রুত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল
বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল

গ্রামাঞ্চলে এখন আর আগের মতো চোখে পড়ে না বাঁশের তৈরি ধানের ডোল বা মাচা। যা স্থানীয়রা ধানের গোলা বলে জানেন। Read more

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারে ৪ জন নিহত হয়েছেন।

ভারতীয় পরমাণু সংস্থার ওপর থেকে কেন বহু পুরনো ‘বিধিনিষেধ’ তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র
ভারতীয় পরমাণু সংস্থার ওপর থেকে কেন বহু পুরনো ‘বিধিনিষেধ’ তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও তা পুরোপুরি Read more

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন