বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপি’র একটি গ্রুপের নেতা-কর্মীরা। নিহত উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার নূর মোহম্মদ মোল্লার ছেলে।মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জামাল কাজী গ্রুপের সাথে প্রতিদ্বন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল কাজী গ্রুপের নেতা চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে নিজাম কাজীর মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জামাল কাজী গ্রুপের উত্তেজিত নেতা-কর্মীরা প্রতিপক্ষ সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লার বাড়ীসহ ৩টি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ জিয়া মঞ্চের সভাপতিকে হত্যার ঘটনায় সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা,  মো. সোহেল চাঁন মোল্লা  ও সৈকত শেখকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বাড়ী উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল কাজী গ্রুপের নেতা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীর মৃত্যুর খরব এলাকায় ছড়িয়ে পড়তে উত্তেজিত লোকজন সাইফুল মোল্লা গ্রæপের প্রধান মো. সাইফুল মোল্লাসহ তার আরো দুই সমর্থকদের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় বুধবার দুপুরে হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলায় প্রধান আসামী মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা, দুই নম্বর আসামী মো. সোহেল চাঁন মোল্লা ও তের নম্বর আসামী ও সৈকত শেখকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে।।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আড়াই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
আড়াই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার আড়াই ঘণ্টা পর Read more

যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস
যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

ভারতের বৃহত্তম কয়লা ভাণ্ডার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে বীরভূমে দেউচা পাচামী অঞ্চলে। এখন সেখানে আছে শয়ে শয়ে পাথর খনি আর পাথর Read more

আড়াই কোটি টাকার হেরোইনসহ ২ ভাই গ্রেপ্তার
আড়াই কোটি টাকার হেরোইনসহ ২ ভাই গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আড়াই কেজি হেরোইনসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মরক্কো থেকে ২১০ কোটি টাকার সার কিনবে সরকার
মরক্কো থেকে ২১০ কোটি টাকার সার কিনবে সরকার

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসির আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন