আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভোক্ত আসামি ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯) সহ তিন জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আশুলিয়া থানা এলাকা, ডিএমপি ঢাকা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত শহীদ মীরের ছেলে শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মো. ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)। পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলায় আহত ও নিহতের স্বজনদের দায়ের করা অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি এম এ মালেক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মীরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া আশুলিয়া ও চাঁদপুরে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা ইয়াছিন মীরকে গ্রেফতার করা হয় এবং চাঁদপুর থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, আশুলিয়য় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর মীরপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাকি ২ আসামিদেরকেও আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ৫ অভিবাসীর মৃত্যু
ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ৫ অভিবাসীর মৃত্যু

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেন যাওয়ার সময় এক শিশুসহ পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

প্যারিস অলিম্পিক সরাসরি, সকাল ১১টা ৩০ মিনিট;

রন্ধনশিল্পীর হেঁসেল
রন্ধনশিল্পীর হেঁসেল

বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন ফিলেট র‌্যাপ । রাইজিংবিডির পাঠকদের জন্য রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন সুমি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবনে আগুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবনে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিল মারা ব্যালট নিয়ে বুথের ভেতরে সাবেক ছাত্রলীগ নেতার সেলফি
সিল মারা ব্যালট নিয়ে বুথের ভেতরে সাবেক ছাত্রলীগ নেতার সেলফি

রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক এক ছাত্রলীগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন