সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে অনলাইন জুয়ার ডিলার খাইরুল ইসলাম এবং মনছুর। মনছুর বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং খাইরুল একই এলাকার আব্দুল খালেকের ছেলে। অনলাইনে জুয়া পরিচালনা করে মাত্র ২৬ বছর বয়সেই হয়েছে কোটি টাকার মালিক হয়ে গেছেন খাইরুল। লেখাপড়া না করলেও জুলা পরিচালনা খুব ভালোভাবেই জানে খায়রুল। অপরদিকে খাইরুলের কাছে থেকে শেখা জুয়া ব্যবসার অংশীদার মনছুর দেশের বিভিন্ন এলাকার মানুষের সাথে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণে টাকাপয়সা ইনকাম করেছে। এলাকাবাসী সূত্রে জানা অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে রাতারাতি নিজেকে পরিবর্তন করেছেন। কৃষক পরিবারের ছেলে খায়রুল ২০২০ সালের আগে অভাব-অনটনে সংসার চালালেও অনলাইন জুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়েছে। অনলাইন জুয়ার বিপুল পরিমানে মানুষের সাথে প্রতরণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে খায়রুল কিভাবে এই অপরাধ কার্যক্রম পরিচালনা করছে তা জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। একই এলাকার মনছুর একসময় মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও খাইরুল এর কাছে থেকে অনলাইন জুয়ার প্রতারণা শিখে দেশের বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণে টাকা পয়সার মালিক হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে খায়রুল ইসলাম ও মনছুর আলী সাধারণত ভেলকি ইউএসডি, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মোস্টবেট, ওয়ান এক্সবেট, বেট উইনার, বেট ৩৬৫, মেলবেট, লাইনবেট, জিটুইন, ক্রিকেক্স, প্যারিম্যাচ, এমসিডব্লিউসহ বিভিন্ন অ্যাপসে জুয়া পরিচালনা করেন বলে গোপন সুত্রে জানা গেছে। এতে প্রতারণার শিকার হচ্ছে দেশের বিভিন্ন তরুণ যুবকেরা।এই অনলাইন জুয়ার সাইটগুলোতে খায়রুল ইসলাম ও মনছুর আলী অবৈধভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকেন।তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর এলাকার ফ্লেক্সিলোড ব্যবসায়ী মোঃ রাশেদ মিয়া।  তিনি জানান ফেজবুকে চটকদার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে পরিচয় হয় উল্লাপাড়ার খাদুলি গ্রামের খায়রুল এবং মুনছুরের সাথে। তাদের প্ররোচনায় ব্যবসায়ী রাশেদ মিয়া বিকাশের মাধ্যমে প্রথমে ২০ হাজার টাকা বিনিয়োগ করেন। পরবর্তীতে এরকম ভাবে বিনিয়োগ বাড়াতে, বাড়াতে ১০ লাখ পর্যন্ত বিনিয়োগ করেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ২০২৪ এর জুলাই মাসে হঠাৎ করেই রাশেদ মিয়া দেখতে পায় বেলকি ইউএসডি এ্যাপস (জুয়ার সাইট) বন্ধ। সেখানে তার ছিলো ৯৮৮৫ ডলার। পরবর্তীতে এই সাইটের বাংলাদেশি ডিলার খাইরুল এবং মুনছুরের সাথে যোগাযোগ করলে তারা ব্যবসায়ী রাশেদ মিয়াকে টাকা ফিরিয়ে দিবে বলে আশ্বাস দেয়। দফায় দফায় আশ্বাস দেওয়ার পর রাশেদ মিয়াকে জানানো হয় টাকা তুলতে হলে ইন্ডিয়া যেতে হবে। আর সেই ইন্ডিয়া যাওয়ার খরচ বাবদ আরো ১ লাখ টাকা দাবি করা হয়। পরে ব্যবসায়ী রাশেদ মিয়া সরল বিশ্বাসে ৮০ হাজার টাকা দেন। কিন্তু সেই টাকা এখনো ফেরত পাননি তিনি। বর্তমানে তার পুঁজি হারিয়ে ফ্লেক্সিলড ব্যবসা বন্ধ করে মানবেতর জীবন যাপন করছে। এই অনলাইন জুয়ায় রাশেদ মিয়ার মত একই এলাকার স্থানীয় ডাক্তার রাশেদ (৪০),মোদি ব্যবসায়ী সোহেল মিয়া (৩৮) এই ডিলার খাইরুল ও মুনছুরের কাছে প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীরা এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।অভিযুক্ত ভেলকি ইউএসডি’র বাংলাদেশের ডিলার মনছুর আলী এর সাথে কথা বললে তিনি জানান ডলার গুলো তার কাছে রয়েছে, সে তাদের টাকা নিয়েছে তাদের কে ফেরত দিবে।মনছুর এর সাথে কথা বলার একটি রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে, সেখানে মনছুর বলছে সে ইন্ডিয়া আছে টাকাগুলো উত্তলন করে সে আর তাদের সাথে খেলবে না। তবে খাইরুল কে গণমাধ্যমকর্মী পরিচয়ে জানতে চাইলে সে কোন মন্তব্য না করে কলটি কেটে দেয়।এ বিষয়ে উল্লাপাড়ার ক্রীড়া ব্যক্তিত্ব আল-আমীন সরকার জানান অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা দরকার, তাছাড়া যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। এছাড়াও তিনি ছেলেদের খেলাধুলার সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য অভিভাবকদের আহ্বান জানান। এ বিষয়ে উল্লাপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, অনলাইন জুয়ার সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন গনমাধ্যমে উপজেলার খাদুলি গ্রামের কয়েক জনের নাম উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই এদের আইনের আওতায় নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসির অনুসন্ধানে যে তথ্য উঠে এলো
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসির অনুসন্ধানে যে তথ্য উঠে এলো

ভিডিওগুলো অত্যন্ত বেদনাদায়ক-কোনোটিতে বাড়িঘর আগুনে জ্বলছে, কোনোটিতে ভয়ানক সহিংসতা, কোনোটিতে আবার সহায়তা চেয়ে নারীদের ক্রন্দনের দৃশ্য।

‘হে তার কথা রাখছে’
‘হে তার কথা রাখছে’

ভাইদের অবস্থা তেমন ভালো না হওয়ায় অন্যের বাড়িতে দুমুঠো খাবারের বিনিময়ে কাজ করার পাশাপাশি রাস্তার ধারে এক টুকরো জমিতে পলিথিন Read more

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ রেফারি
ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ রেফারি

বুধবার দিবাগত রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মানির ফেলিক্স Read more

শনিবার চাঁদপুরের ৪ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
শনিবার চাঁদপুরের ৪ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন