৪ বছরের শিশু জুবায়েদের কাছে তার বাবাই যেন সব। সেই বাবা নেই আজ ১৭ দিন হয়ে গেল অথচ এখনও টের পায়নি তার বাবা আর বেঁচে নেই। জুবায়েদের আশা বাবা অফিস থেকে আসবে! বাবার কথা বলতেই বলে, বাবা এখন অফিসে, রাতে আসবে, আমার সাথে ঘুমাবে। প্রতিদিন রাতে বাবার জন্য অপেক্ষা করে ঘুমাতে যায় সে, নিজের বালিশের পাশে সাজিয়ে রাখেন বাবার বালিশটাও, এভাবেই অপেক্ষার প্রহর যেন প্রতিনিয়ত বাড়ছে এ অবুঝ শিশুর।
Source: রাইজিং বিডি