যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বুধবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে কথা বলেন ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র মোট ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প লিখেন, দুই দেশের সম্পর্ক দারুণ! চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে। চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—যা আমার সবসময়ই ভালো লেগেছে!পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। মার্কিন প্রেসিডেন্টের ভাষযমতে, এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে। চলতি সপ্তাহেই শুল্ক ইস্যুতে আলোচনা করার জন্য লন্ডনে একটি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ফলে পাল্টা শুল্কারোপ করে চীনও। তবে, মে মাসে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই বর্ধিত শুল্ক আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয় দুই দেশই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।রবিবার (১১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন