জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এতে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৯ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সৌদি প্রবাসী এক ব্যক্তির তিন সন্তানের জননী গৃহবধূর ঘরে প্রবেশ করেন একই গ্রামের মো. হাবেল মিয়ার ছেলে শাকিব মিয়া (২৫)। এ সময় ঘরের ভেতর তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করে ফেলে। পরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।প্রাথমিকভাবে ঈদের দিন সকালে বিষয়টি নিয়ে বসার কথা থাকলেও, নামাজ ও কোরবানির পর সালিশের সিদ্ধান্ত হয়। ততক্ষণ পর্যন্ত ওই গৃহবধূ ও যুবককে সামাজিক বিচারের জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সন্ধ্যায় শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন গ্রাম্য সালিশ বিচারকে উপেক্ষা করে তার নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ ওই বাড়ি থেকে তালা ভেঙে শাকিবকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগমের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।এছাড়াও, আজ সোমবার সকালে কামরাবাদ বিরিক্কিলি মোড় এলাকায় চাঁন মন্ডল (৬০) চা খেতে এলে শাকিবের বাবা হাবেল মিয়া অতর্কিতভাবে তাকে মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত চাঁন মন্ডল কামরাবাদ গ্রামের আইন উদ্দীনের ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগম এবং আহত চাঁন মন্ডল দুজনেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এর উপযুক্ত বিচার দাবি করেছেন।অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি আম্বিয়া বেগম জানান, ‘তার ছেলে দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরবে আছেন। তিনি দেশে আসতে চাইলেও তার স্ত্রী তাকে আসতে দেন না। আম্বিয়া বেগম আক্ষেপ করে বলেন, ‘আজ তার অপকর্মের কারণে আমার ফুটফুটে তিনটি নাতি-নাতনি মা হারা হতে যাচ্ছে।’এ ঘটনায় অভিযুক্ত শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঐ মহিলার চরিত্র ভালো না। সে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছে। আপনারা যা সত্য সেটাই লিখবেন। আপনারদের নিউজে আমরা বাধাঁ দিতে পারি না।’এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একসঙ্গে তিন তারা
একসঙ্গে তিন তারা

Source: রাইজিং বিডি

দেওয়ানগঞ্জে অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
দেওয়ানগঞ্জে অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে অসহায় ও দুস্থ ২৫০ জন মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা Read more

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম কৃষিপ্রধান এলাকা সাতকানিয়া। এই উপজেলার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য আদর্শ বলে পরিচিত। প্রতিবছর গ্রীষ্মের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন