পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী, কর্মচারী ও আশেপাশের অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।শনিবার (৭ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখার নেতৃবৃন্দ কোরবানির মাংস বিতরণ করেন।ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। কোরবানির চেতনা হলো আত্মত্যাগ ও মানবতার বিকাশ, আর এই চেতনা বাস্তবায়নের প্রয়াস হিসেবেই তারা প্রতি বছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন।ছাত্রশিবিরের সরকারি বাঙলা কলেজ শাখার সেক্রেটারি সাইফুর রহমান সাকিব বলেন, ‘কোরবানি আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একজন প্রকৃত শিক্ষার্থী কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না- তাকে হতে হয় সমাজসচেতন, দায়িত্বশীল ও মানবিক। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই কর্মসূচি। বর্তমান সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা নানা অভাব-অনটনের মাঝে দিন পার করে। ঈদের দিন যেন তারাও আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’কলেজ ক্যাম্পাসে বসবাসরত সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘ঈদের সময় সাধারণত অনেকেই নিজেদের পরিবারের বাইরে ভাবেন না। কিন্তু ছাত্রশিবির প্রতিবছর আমাদের কথা মনে রাখে। এটি একটি বড় দৃষ্টান্ত।’অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কোরবানিদাতাসহ পুরো জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রা: হাইওয়ে পুলিশের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন জেন -জি ৩৫০০
ঈদযাত্রা: হাইওয়ে পুলিশের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন জেন -জি ৩৫০০

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন Read more

যেভাবে ‘হারিয়ে’ গিয়েছিলেন বোলারদের ‘দুঃস্বপ্ন’ সাঈদ আনোয়ার
যেভাবে ‘হারিয়ে’ গিয়েছিলেন বোলারদের ‘দুঃস্বপ্ন’ সাঈদ আনোয়ার

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার ব্যাটসম্যান বলা হয় সাঈদ আনোয়ারকে, বোলারদের জন্য যিনি পরিণত হয়েছিলেন ‘দুঃস্বপ্নে’।

নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচাতে যান শাহাবুদ্দিন
নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচাতে যান শাহাবুদ্দিন

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশন থেকে পান কিনে রেললাইনের পাশের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন (৬৭)। পাশে রেললাইনে দাঁড়ানো মহুয়া Read more

দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা
দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা

রথ জোরে টানার কারণে যেমন দুর্ঘটনা ঘটেছে, তেমনি অসংখ্য মানুষ প্রাণেও রক্ষা পেয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন