কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবদীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসী, চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইফতেখারুল আমিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া, চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর ও চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত।এছাড়া চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভার শেষে র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিটি চকরিয়া শহরের বিভিন্ন জায়গায় পদিক্ষণ করে।এআই
Source: সময়ের কন্ঠস্বর