দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের টোঙ্গাতের মেইডস্টোন এলাকায় সেতু থেকে একটি মিনিবাস পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৬টা ২৬ মিনিটে।ঘটনাস্থলে পৌঁছে রিয়্যাকশন ইউনিট সাউথ আফ্রিকার (RUSA) কর্মকর্তারা সেতুর নিচ থেকে বাসটি উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।পুলিশ জানিয়েছে, কীভাবে বাসটি সেতু থেকে পড়ে গেল তা এখনো তদন্তাধীন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।এর আগেও একই প্রদেশে ঘটে গেছে একাধিক সড়ক দুর্ঘটনা। গত মার্চে একটি চার্চ বাস টায়ার ফেটে প্রায় ১০০ মিটার নিচে পড়ে ৯ জন নিহত হন এবং ৬০ জন আহত হন। এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর