নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার। এই ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও চর্ম) সেবা নিতে আসা দুঃস্থ ও অসহায় রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। লে. কর্নেল মো. রকিব উদ্দিন, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিকদুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এ রকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’ চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা খানপুকুর পুকুর গ্রামের বাসিন্দা ফরেজ আলী ফকির বলেন, ‘হামি হার্টের রোগী। মাঝে মাঝেই ডাক্তার দেখাতে হয়। একবার ডাক্তার দেখালেই ৭০০-৮০০ টাকা খরচ হয়। ডাক্তারের ফি দিতে কষ্ট হয় বলে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। এখানে ডাক্তার দেখালাম। পেসক্রিপসন দিলো। কিন্তু কোনো ফি নিলো না। আবার বিনা টাকায় ওষুধ দিলো। এ রকম মাঝে মাঝে সেবা পাওয়া গেলে হামাগের মতো গরিব লোকেগের ভালোই হতো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম
নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার (১৩ জুলাই) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নিহত ২
পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নিহত ২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি থাইল্যান্ডে পৌঁছান।এর আগে, সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন