টাঙ্গাইল সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে  ২৫টি গ্রামের ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন এসি আকরাব ফাউন্ডেশন এর যুবসমাজ।  এতে করে প্রায় ২৫টি গ্রামের  প্রায় লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে বলে মনে করছেন এসি আকরাম ফাউন্ডেশন। কাঠের সেতুগুলো হচ্ছে দক্ষিণ হুগড়া মন্ডল পাড়া ,বারালি পাড়া ও খান পাড়াসহ বেশ কয়কটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম এই দক্ষিণ হুগড়া কাঠের সেতু। আনুহুলা চিনাখালী,ধুপলা পাড়াসহ কয়েকটি গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম গায়েন পাড়া কাঠের সেতু। মন্ডল পাড়া,মোল্লা পাড়াসহ কয়কটি গ্রামের যোগাযোগ মাধ্যম  হুগড়া পুরাতন জামে মসজিদের কাঠের সেতু। চরহুগড়া,উত্তর হুগড়া, ধুলবাড়িসহ কয়েকটি গ্রামের যাতায়াত ব্যাবস্থা উত্তর হুগড়া শওকত ডা: বাড়ির সংলগ্ন কাঠের সেতু। মন্ডল মোড়ের উত্তরে রহিমের বাড়ির সংলগ্ন কাঠের সেতু । এতে চরহুগড়া এবং  কায়েম হুগড়ার মানুষ চলাচলের একমাত্র মাধ্যম।  পূর্ব চিনাখালির গেদা গায়েনের বাড়ি সংলগ্ন কাঠের সাথে । এই সেতু দিয়ে পূর্ব  চিনাখালী ও উত্তর আনুহলার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। স্থানীয়রা জানায়, এলাকার ছোট বড় যে সমস্ত খাল রয়েছে সে সমস্ত খালে মানুষের ভোগান্তি লাঘবের জন্য স্বেচ্ছায় কিছু যুবক সেতুর কাজ করে যাচ্ছেন। এটি এ ইউনিয়নের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছেন ইউনিয়নের যুবসমাজ। যদিও সমস্ত অবকাঠামো আকরাম ফাউন্ডেশন সরবরাহ করছে। তারপরও যুব সমাজের মধ্যে একটি উৎফুল্ল নিয়ে ইউনিয়নের ভোগান্তি কমাতে তারা কাজ করে যাচ্ছে। এটি দেখে আশেপাশে ইউনিয়নের যুব সমাজ আগ্রহী হচ্ছে। মুকুল মন্ডল ও সিয়াম চাকলাদার জানান, বর্ষা এলেই চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ে।  বর্ষার আগেই আমাদের এই অঞ্চলে যে সমস্ত গ্রামের মানুষ পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে সে সমস্ত এলাকায় আমরা স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ করেছি। আমাদের এলাকার বেশ কিছু যুবক রয়েছে তারা এলাকার যেকোনো সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এরমধ্যে ছাত্র সহ দিনমজুর  শ্রমিকও  রয়েছেন। স্বেচ্ছাশ্রমের আমির মন্ডল জানান, আমাদের মধ্যে বড় কয়েকজন রয়েছে তারা  ইউনিয়ন ঘুরে যে সমস্ত এলাকায় দুর্ভোগ রয়েছে সেটির খুঁজে নিয়ে আকরাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করলে তারা অবকাঠামো ব্যবস্থা করে দেন।   শুধু কাঠের সেতুই নয়। যেখানে যা প্রয়োজন তা দিয়েই কাজ করার মানসিক প্রস্তুতি আছে আমাদের। যেমন বৃষ্টি হলে রাস্তা নষ্ট হয়ে যায়। সে সমস্ত নষ্ট রাস্তা মাটি ভরাট করে রাস্তার মেরামতের কাজও করি।খলিল মন্ডল জানান , এই সেতু নির্মাণ হওয়াতে আমাদের অনেক ভোগান্তি  অনেকটাই কমে গেছে । যদিও কাঠের সেতু। হয়তো কয়েক বছর পর কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও এ সেতু হওয়াতে আমাদের অনেক রাস্তা সহজ হল। বর্ষা এলে অনেক রাস্তা ঘুরে আসতে হয়। খালের অপর পাশে আমার চাচার বাড়ি। তারপরও অনেক রাস্তা ঘুরে আসতে হয় এখন সহজেই যেতে পারবো।এই কাজে নিয়মিত স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন , হুগড়া ইউনিয়নের রিপন মন্ডল , সোলাইমান, কবির, মাসুম, সিয়াম চাকলাদার, রউফ, ইমরান মন্ডল, আমির মন্ডল, আলিম মন্ডল,  খোকা, মুকুল, রফিকুল ব্যাপারি, আকালু চাকলাদার, লতিফসহ বেশ কিছু যুবক।হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরী-ই আলম তুহিন জানান, আমাদের এ ইউনিয়নটি যমুনা নদীর পার ঘেঁষা। এ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এর আগে এই ইউনিয়নের সবচেয়ে বড় দুর্ভোগ ছিল নদী ভাঙ্গন। সেটি যদিও বর্তমানে ভাঙ্গন প্রতিরোধ হয়েছে। এরপরেও যমুনা নদী ঘেঁষা হওয়ার কারণে বর্ষার পানিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এদের দুর্ভোগ লাঘবের জন্য দীর্ঘদিন ধরে ছোট ছোট কাঠের সেতুর কাজ করে যাচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন গ্রামগঞ্জে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টিউবওয়েল সেনেটারী সহ বেশ কিছু কাজে অংশগ্রহণ করে থাকে স্থানীয়  আকরাম ফাউন্ডেশন। এ আকরাম ফাউন্ডেশন এর সহযোগিতা করে থাকেন এলাকার ছাত্র দিনমজুররা। তারা খুব সহজেই মানুষের ভোগান্তি লাঘবের জন্য মানুষের পাশে এসে দাঁড়ায়। স্বেচ্ছায় যারা শ্রম দিয়ে যাচ্ছে তাদের কখনোই ডাকতে হয়নি। তারা নিজেরাই আকরাম ফাউন্ডেশনের সহায়তা চেয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার(১২ মে) সকাল পৌনে ৭ টার সময় Read more

মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে: প্রেস সচিব
মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে: প্রেস সচিব

৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। এক বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরাফু-আসিফের Read more

ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমূখো Read more

জরুরি পরিস্থিতিতে নগদের সেবা নিশ্চিত
জরুরি পরিস্থিতিতে নগদের সেবা নিশ্চিত

দেশের জরুরি পরিস্থিতিতে প্রায় সব ধরনের আর্থিক সেবা যখন বিঘ্নিত হচ্ছে, তখন একমাত্র নগদ তার গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন