ময়মনসিংহের নান্দাইলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল।কচুরিপানার ফুলগুলো তৈরি করেছে এক অপরূপ এই দৃশ্য।কচুরি পানার ফুলের চাদরে ঢেকে আছে নদ। হাজার হাজার ফুল ফুটে রয়েছে। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু ফুল আর ফুল।ফুলের মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা।কচুরিপানার ফুল এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক হয়ে ফুটেছে যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না। কেউ কেউ খুব যত্ন করে নিজের মুঠোফোনে তুলে নিচ্ছেন এসব ফুলের দৃশ্য।উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের হাটশিরা বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র  নদে অপরূপ এই দৃশ্য তৈরি করেছে কচুরিপানার ফুল। নদীতে দলবেঁধে ফুটেছে কচুরিপানা ফুল। ফুলের নির্মল ও স্নিগ্ধকর সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা। তাই প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে। বিভিন্ন রঙের কচুরি পানার ফুল দেখলে মনে হবে শিল্পীর তুলিতে নিখুঁতভাবে আঁকা কোনো ছবি। যা দৃষ্টি কাড়ছে মানুষের। ছড়াচ্ছে মুগ্ধতা। যাতে মুগ্ধ হচ্ছেন প্রকৃতি প্রেমিরা।কচুরি পানার ফোটা ফুলগুলো কোনো সুবাস না ছড়ালেও এসব ফুলের রয়েছে নান্দনিক রূপ। ফুলের শোভা ও সৌন্দর্য ভোগ করতে ভিড় জমাচ্ছেন নারী- পুরুষ, ছোট বড় সবাই। উপজেলার বিভিন্ন স্থানের ছোট বড় খাল-বিল, বাড়ির পাশে পুকুর, ডোবা-নালায়ও এখন ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল। ডোবা ও জলাশয়ে ফুল ফুটে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।সরেজমিনে ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা যায়, কচুরিপানার ফুলের চাদরে ঢেকে আছে নদী। হাজার হাজার ফুল ফুটে রয়েছে। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু ফুল আর ফুল।ফুলের মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ কেউ খুব যত্ন করে নিজের মুঠোফোনে তুলে নিচ্ছেন এসব ফুলের দৃশ্য।স্থানীয় লোকজন জানান, ব্রহ্মপুত্র নদ কচুরিপানার ফুলে ছেয়ে গেছে। মনোরম হয়ে ওঠেছে পুরো এলাকা।একসঙ্গে এতো কচুরিপানার ফুল দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।স্থানীয় পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, ব্রহ্মপুত্র নদ ছেয়ে গেছে কচুরিপানা ফুলে।ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে।আমিও দেখতে আসলাম। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন,আমার বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদ।প্রচুর কচুরিপানা ফুল ফুটেছে। কচুরিপানার ফুলে যে এত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হতে পারে,তা এখানে না আসলে বুঝতাম না।’নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, কচুরি পানার ফোটা ফুলগুলো কোনো সুবাস না ছড়ালেও এসব ফুলের রয়েছে নান্দনিক রূপ।এ ফুল জলাশয়ে যতক্ষণ থাকে, ততক্ষণই মুগ্ধতা ছড়ায়। দেখতেও খুব সুন্দর।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

এস আলমের তিন প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি ৩৫২১ কোটি টাকা
এস আলমের তিন প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি ৩৫২১ কোটি টাকা

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের তিনটি শিল্প প্রতিষ্ঠান ৩৫২১ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। ২০১৯-২০ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছর Read more

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ’ কেন? উপদেষ্টা হবার যেসব শর্ত দেয়া হয়েছে
‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ’ কেন? উপদেষ্টা হবার যেসব শর্ত দেয়া হয়েছে

বাংলাদেশে নতুন একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ শিরোনামে অধ্যাদেশটির একটি Read more

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন