কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কোস্টগার্ড সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।  উক্ত ঘটনায় একজন গুলিবিদ্ধ ও অস্ত্র, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।সোমবার (১৯ মে) ভোর ৫টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সদর ইউনিয়নের অন্তর্গত তুলাতলি ফিশিং ঘাঁটে উক্ত ঘটনাটি সংঘটিত হয়।আটক তিন কারবারি হচ্ছে-উখিয়া উপজেলার আওতাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো.ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। এর মধ্যে আব্দুর শুক্কুর গুলিবিদ্ধ হয়। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সোমবার দুপুরের দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।তিনি বলেন, সাগর পথে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা একটি ইয়াবার চালান বাংলাদেশ উপকুলে প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সাগর উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্ট অবস্থান নেয় কোস্টগার্ডের অভিযানিক দলের সদস্যরা। এরপর ভোর ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় অবস্থিত ফিশিং ঘাঁটে অভিযান পরিচালনা করা হয়। এরপর গভীর সাগর থেকে আসা একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে উক্ত ট্রলারটিকে থামানোর জন্য সংকেত দিলে ট্রলারে থাকা পাচারকারী চক্রের সদস্যরা ট্রলারের গতি বাড়ানোর পাশাপাশি কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়লে, কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর ফিশিং ট্রলারটি গতিরোধ করা হয়। ট্রলারটি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল,৪ রাউন্ড তাজা গুলি ও ৩০ হাজার ইয়াবা‌ উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক কারবারিসহ তিন জনকে মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে চার জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় জড়িত আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য জব্দকৃত অস্ত্র, মাদকসহ আটক মাদক কারবারিদেক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ড এই কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা
বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার Read more

বাংলাদেশ সিরিজের আগেই শাহীন-আজমের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পিসিবি
বাংলাদেশ সিরিজের আগেই শাহীন-আজমের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

‘ঝুলন্ত রায়’ নয়, চাই কোটা সংস্কারে স্থায়ী সমাধান
‘ঝুলন্ত রায়’ নয়, চাই কোটা সংস্কারে স্থায়ী সমাধান

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে‌ রংপুরেও সড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন