মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিমযাত্রায় একান্ত সহযাত্রীর মতো বাড়িয়ে দেন আন্তরিকতার দুহাত। এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তাঁর ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক বা বকশিশ না নিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন বলে তাঁর দাবি।নিঃস্বার্থ সেবাপরায়ণতার এক অনন্য প্রতীক হয়ে ওঠা মনু মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানিজমি বিক্রি করে তিনি কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়ার পিঠে তুলে নিতেন যাবতীয় হাতিয়ার। ঘোড়ায় চড়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে সাজিয়ে দিতেন মানুষের শেষ ঠিকানা।ঘোড়াটিই যেন বয়সের বাধা অতিক্রম করে তাঁকে সচল রেখেছিল। জীবনভর এ কাজ করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখা হয়নি। শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। অসুস্থ হয়ে সম্প্রতি তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। গত ১৪ মে তাঁকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একপ্রকার মুমূর্ষু অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির। স্ত্রী রহিমা বেগম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্বামীর পাশে রয়েছেন ছায়ার মতো।এমন সংকটকালে বর্বরতার শিকার হয়েছে তার প্রিয় ঘোড়াটি। বাড়িতে মনু মিয়া ও তাঁর স্ত্রী অনুপস্থিত থাকায় ঘোড়াটি হয়ে পড়ে অভিভাবকশূন্য। তিন দিন ধরে ঘোড়াটিকে কেউ দেখেননি। শুক্রবার (১৬ মে) সকালে পাশের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিমপুর ছত্রিশ গ্রাম থেকে আসে দুঃসংবাদ—সেখানকার একটি মাদ্রাসার পাশের জমির পানিতে ঘোড়াটির লাশ পড়ে আছে।খবর পেয়ে আলগাপাড়া গ্রামের তিন তরুণ ছুটে যান সেখানে। গিয়ে দেখেন, মনু মিয়ার প্রিয় ঘোড়াটি ধারালো অস্ত্রের আঘাতে নিথর হয়ে পড়ে আছে। হাসপাতালের বিছানায় থাকা মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্বজনেরা তাঁর কাছে ঘোড়াটির নির্মম মৃত্যুর খবর গোপন রেখেছেন। যদি তিনি বেঁচেও ফেরেন, আর ফিরে পাবেন না প্রিয় সঙ্গীটিকে।ঘোড়াটিকে শনাক্ত করতে যাওয়া তিন তরুণের একজন এস. এম. রিজন জানান, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পারেন, ওই এলাকার শাওন নামের এক যুবকের একটি ঘোড়া রয়েছে। অভিযোগ করা হয়, মনু মিয়ার ঘোড়াটি নাকি শাওনের ঘোড়াটিকে আঘাত করে। সেই ‘অপরাধে’ তারা মনু মিয়ার ঘোড়াটির বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। স্থানীয়দের মতে, শাওনের বাবার নাম আজমান এবং চাচার নাম হাসান মাস্টার।মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘উনার অবস্থা ভালো না। একমাত্র আল্লাহ পাকের রহমতেই উনি সুস্থ হতে পারেন। উনি জীবনে কারও কোনো ক্ষতি করেননি। এত দিন জানতাম, উনাকে মানুষ ভালোবাসে। উনার এমন অবস্থায় কেমন করে উনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারল! এই খবরটা উনাকে দিলে উনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না।’পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার বলেন, “মিঠামইন থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ামাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহারাজ – এক ধর্মগুরুর যৌন শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন যে সাংবাদিক
মহারাজ – এক ধর্মগুরুর যৌন শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন যে সাংবাদিক

নেটফ্লিক্সে সম্প্রতি মহারাজ নামে যে সিনেমাটি মুক্তি পেয়েছে, তা আসলে ভারতে উনবিংশ শতকের এক সত্য কাহিনী। সেখানে দেখানো হয়েছিল ধর্মের Read more

ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও

'এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে'—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, Read more

গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস
গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস

হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজার প্রায় ৩০ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। রোববার (২০ এপ্রিল) এক Read more

করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ

এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন Read more

‘আন্দোলনকারীরা এখন বিভক্ত হয়ে গেছে, জুলাই-আগষ্টের একতা আর নেই’
‘আন্দোলনকারীরা এখন বিভক্ত হয়ে গেছে, জুলাই-আগষ্টের একতা আর নেই’

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বকবি কাজী নজরুল ইসলাম এর এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন