মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান বাজারের উত্তর পাসে সার পট্টি এলাকায় অবস্থিত মন্দিরটিতে এ ঘটনা ঘটে।সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের সেবায়েত বেনু বিশ্বাস বলেন, শনিবার সকালে মন্দিরে গিয়ে দেখেন জানালার পর্দাগুলো পোড়া রয়েছে এবং দানবাক্সের তালা ভাঙা। দানবাক্সে থাকা ৩-৪ হাজার টাকার মতো নগদ টাকা নিয়ে গেছে,এ বিষয়টি আমি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের জানিয়েছি।মন্দির কমিটির সভাপতি শুনীল চন্দ্র পাল বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের জানালার পর্দায় আগুন লাগায় এবং দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন, মন্দিরটি প্রায় দুই শতাব্দী আগে স্থাপিত হয়। এই মন্দির থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে একটি পুরনো মসজিদ রয়েছে, আমরা হিন্দু-মুসলিম উভয় স¤প্রদায় বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছি। এই অঞ্চলে ধর্মীয় সামপ্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে। আমি চাই এ কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকুক তাকে দ্রুত তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছি।সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বলেন,সিরাজদিখান বাজারে একটি মসজিদ ও একটি মন্দির রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সকলেই মিলেমিশে এখানে ব্যবসা করে আসছি। সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছে, আমাদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু স¤প্রতি কিছু দুর্বৃত্ত এই মন্দিরে অগ্নিসংযোগসহ নানা ধরনের বিশৃঙ্খল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এই বিষয়ে আমি সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়কে অবহিত করেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, দ্রæত তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেন,সার পট্টি এলাকায় কিছু মাদকাসক্ত ব্যক্তি রয়েছে, যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদেরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মন্দিরে হালকা আগুন দেওয়া ও কিছু টাকা চুরি হয়েছে। এবিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ও প্রতিবন্ধী ছাড়া সব কোটা বাতিল করা উচিত: জিএম কাদের
নারী ও প্রতিবন্ধী ছাড়া সব কোটা বাতিল করা উচিত: জিএম কাদের

চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করে সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে Read more

প্রথম দিনেই ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্য হয়নি
প্রথম দিনেই ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্য হয়নি

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্যগ্রহণ Read more

কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি
কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ মিছিল করেছে Read more

শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন