সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ মে) রাতে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর উত্তেজিত জনতার হাতে রাস্তায় মারধরের শিকার হয়েছেন। ভিডিওটিতে এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায় এবং অনেকেই সেটিকে মিশা সওদাগর হিসেবে শনাক্ত করার দাবি করেন।এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশা সওদাগরের একটি ছবি। ছবিটি দেখে অনেক ভক্ত মনে করেন, ভিডিওতে মারধরের কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ভুয়া। এতে যে ব্যক্তিকে মারধর করতে দেখা যায়, তিনি মিশা সওদাগর নন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও তার সঙ্গে মারধরের কোনো সম্পর্ক নেই। জানা গেছে, হাঁটুর পুরনো চোটের কারণে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছেন মিশা সওদাগর। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হলেও সাম্প্রতিক সময়ে আবারও সেই জায়গায় আঘাত পান। ফলে চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীকে গুলির চেষ্টা, জবাবে প্রতিপক্ষের কর্মচারীকে ছুরিকাঘাত
ব্যবসায়ীকে গুলির চেষ্টা, জবাবে প্রতিপক্ষের কর্মচারীকে ছুরিকাঘাত

ঢাকার ধামরাইয়ে বিরোধের জের ধরে অটোরিকশা ব্যবসায়ীকে গুলি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধস্তাধস্তিকালে প্রতিপক্ষ ডিস ব্যবসায়ী রাকিবের কর্মচারীকে Read more

শপথ অনুষ্ঠান শুরু
শপথ অনুষ্ঠান শুরু

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন