ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপাচার্য, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সাবেক বিচারপতি ও ব্যবসায়ী নেতারা।মামলার বাদী এম এ হাশেম রাজু আদালতে অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট ঢাকায় আয়োজিত ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও দমন অভিযানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে তিনি এ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন এবং অর্থায়ন, উসকানি ও প্রচারণার মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।বাদী হাশেম রাজু আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা শহীদ মিনার থেকে পরীবাগ পর্যন্ত আয়োজিত এক মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। মামলায় বলা হয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনে বাধা দেন এবং গুলি চালান। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মামলার বাদী।বাদীর অভিযোগ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান অর্থ ও প্রভাব ব্যবহার করে আন্দোলন দমনে ভূমিকা রাখেন। মামলায় তাঁর অতীত বক্তব্য, বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।মামলার অভিযোগপত্রে মোট ২০১ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দীন নাসিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, আলমগীর হোসেন, সন্তোষ শর্মা, নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল হক, মুন্নী সাহা, ফরিদা ইয়াসমিন, মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি এবং ফারজানা রূপা।অভিনয় জগত থেকে যাঁদের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা হলেন—মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবা।শিক্ষা ও একাডেমিক অঙ্গনের উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মীজানুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নগরবিদ নজরুল ইসলাম, ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মিহির লাল সাহা এবং লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।আইন, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্র থেকে যাঁরা মামলার আওতায় এসেছেন, তাঁদের মধ্যে রয়েছেন—আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, সাবেক জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার।এছাড়া মামলায় প্রধান ব্যবসায়ী অভিযুক্ত হিসেবে রয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, যিনি ‘সুফি মিজান’ নামেও পরিচিত। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে অর্থায়নের মাধ্যমে আন্দোলন দমনে সহায়তা করেন।মামলার অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবে’ নামক একটি গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং তাঁদের ওপর সহিংসতা ও দমন নীতিকে বৈধতা দেন।ঢাকার সিএমএম আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।মামলাটি দায়ের হয় গত ২০ মার্চ। প্রাথমিক অনুসন্ধানে শাহবাগ থানা জানায়, ঘটনায় আগে কোনো মামলা হয়নি। আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাতা না পাওয়ায় সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের আধুনিক মাদ্রাসা শিক্ষকরা
ভাতা না পাওয়ায় সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের আধুনিক মাদ্রাসা শিক্ষকরা

উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে আধুনিক শিক্ষা প্রদানের জন্য নিযুক্ত শিক্ষকদের ভাতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। এই তালিকা প্রায় ৭৪৪২টি মাদ্রাসা Read more

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

চট্টগ্রামে স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার
চট্টগ্রামে স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট Read more

গাজীপুরে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা, প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা, প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন