উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে আধুনিক শিক্ষা প্রদানের জন্য নিযুক্ত শিক্ষকদের ভাতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। এই তালিকা প্রায় ৭৪৪২টি মাদ্রাসা রয়েছে যেখানে সব মিলিয়ে ২২ হাজার শিক্ষক পড়াতেন। পড়ুয়াদের ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং হিন্দি পড়ানোর জন্য এই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল। ১৯৯৩-৯৪ সালে এই প্রকল্প চালু করা হয়। ‘মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পে’ ব্যয়ের ৬০ শতাংশ দেওয়ার কথা কেন্দ্র সরকারের এবং বাকি ৪০ শতাংশ রাজ্য সরকারের দেওয়ার কথা।
Source: বিবিসি বাংলা