মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের নান্দাইলে সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১ মে) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়জুর রহমান। তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষ্যে রাস্তায় যানবাহন কম থাকে। এদিন যাত্রী সাধারণের চাপ থাকে বেশী। তাই কোনো পরিবহন মে দিবসকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। এসময় বিভিন্ন বাস কাউন্টার, হেলপার ও ড্রাইভারদের অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে সতর্ক করা হয়। উক্ত কার্যক্রমে নান্দাইল হাইওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যাত্রী সাধারনের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।এসআর
Source: সময়ের কন্ঠস্বর