টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান অর্ধশতাধিক শিল্প মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (১৬ মার্চ) দুপুরে মির্জাপুর থানার হলরুমে গোড়াই শিল্পাঞ্চল মালিক প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এসময় পুলিশ সুপার বলেন মিজানুর রহমান বলেন, ঈদের আগে প্রতিটি শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। কেউ যেন বেতন ও বোনাসের জন্য মহাসড়কে বিক্ষোভ না করে। ঈদের ছুটিতে যেন শ্রমিকরা হাসি মুখে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। শিল্প কারখানার নিজস্ব নিরাপত্তা ছাড়াও পুলিশের তৎপরতা বাড়ানো হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের বেতন-বোনাস এবং ছুটি দেওয়ার আহবান জানান।মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ.এম রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, গোড়াই ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, শিল্প মালিক প্রতিনিধি হেলাল উদ্দিন, নাহিদ ইসলাম প্রমুখ।এমআর
Source: সময়ের কন্ঠস্বর