চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের তালে তালে মুখরিত জনসমুদ্রের উল্লাসে শুরু হয় দেশের সবচেয়ে পুরনো কুস্তি প্রতিযোগিতা—‘আব্দুল জব্বারের বলীখেলা’র ১১৬তম আসর। আর এই ঐতিহ্যবাহী আয়োজনে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিলেন কুমিল্লার হোমনা উপজেলার সেই দুর্দান্ত যোদ্ধা, ‘বাঘা শরীফ’ নামে খ্যাত বলী ফরিদ।সন্ধ্যার ঠিক আগে, বেলা সাড়ে পাঁচটায় জমজমাট ফাইনাল ম্যাচে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট—বাঘা শরীফ ও কুমিল্লার আরেক বলী রাশেদ। টান টান উত্তেজনায় ঠাসা ২৩ মিনিটের ক্লাসিক এই বলীযুদ্ধে অবশেষে আয়োজক কমিটি শরীফকেই বিজয়ী ঘোষণা করে। তার এই জয় শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে বলীখেলার ইতিহাসে এক বিশেষ অধ্যায়—টানা দুইবার শিরোপা জয়ের বিরল কৃতিত্ব।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শহরের প্রাচীন এই মঞ্চে হাজারো মানুষের করতালি আর উল্লাস যেন একসঙ্গে উচ্চারণ করছিল—এই খেলাই চট্টগ্রামের রক্তে মিশে থাকা অহংকার।দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লালদীঘির চত্বর ছাপিয়ে আশেপাশের দেড় কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। রঙিন পণ্য, ঐতিহ্যবাহী খাবার, লোকজ বাদ্যযন্ত্র আর শিশুদের হাসির সাথে তাল মিলিয়ে চলে সংস্কৃতির মেলা। এই বলীখেলা আর বৈশাখী মেলা এখন শুধু কুস্তির প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছে লোকজ জীবনের অন্যতম মহোৎসব।আয়োজক জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক, এবং প্রয়াত আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল সময়ের কণ্ঠস্বর-কে জানান, এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। এদের মধ্যে জাতীয় পর্যায়ের বেশ কজন অভিজ্ঞ বলীও অংশ নেন, যা এবারের আয়োজনকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তোলে। উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৪ জন বলী। সেবারই প্রথম অংশ নিয়েই সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ।গতবারের মতো এবারও রানার্সআপ হয়েছেন কুমিল্লার রাশেদ বলী। আর খাগড়াছড়ির পাহাড়ি বলী সৃজন চাকমা গতবার তৃতীয় স্থান অর্জন করেন, যিনি এবারও বলীখেলার মূল পর্বে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন