বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) কর্মরত লাইনক্রুদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। এই ধরনের কর্মকাণ্ড ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিআরইবির পরিচালক হাসিনা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্তৃক পবিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড সংঘটিত হচ্ছে।‘এছাড়া, পবিসে কর্মরত লাইনক্রুগণের মধ্যে কিছুসংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ,’ বলা হয়েছে আদেশে।এ প্রেক্ষাপটে বর্ণিত কর্মকান্ড হতে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে উক্ত কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সতর্ক করেছে বিআরইবি।আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব পবিসের জেষ্ঠ মহাব্যবস্থাপকদের। কোনো মহাব্যবস্থাপক যদি এতে গাফিলতি করেন, সেক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ডের দায়ভার তাকেও গ্রহণ করতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর দুই থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নোয়াখালীর দুই থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন