দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) এবং গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। একিন আলী পেশায় চায়ের দোকানি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিরামপুর অভিমুখ থেকে জয়নগর বাজারের দিকে যাচ্ছিলেন একিন আলী। খড়িবোঝাই ভ্যানে করে নিজ দোকানের উদ্দেশে রওনা হন তিনি। জয়নগর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই একিন আলী মারা যান।
আহত ভ্যানচালক আইয়ুব আলীকে স্থানীয়রা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়।
ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই
Source: সময়ের কন্ঠস্বর