চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাশের জায়গাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে চরম বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রী, পথচারীসহ পৌরবাসী।সরেজমিনে ওই স্থানে গিয়ে দেখা যায়, জীবননগর পৌরসভার নির্দিষ্ট কোনো স্থানে শহরের ময়লা আবর্জনা ফেলার  জায়গা নেই। ফলে এক প্রকার বাধ্য হয়ে সড়কের পাশেই পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। এছাড়াও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তেতুলিয়া গ্রামের বাড়ভাঙ্গা নামক স্থানে ময়লা আবর্জনা এতোদিন ফেলা হলেও গ্রামবাসীর তোপের মুখে এখন সেই জায়গায় আর ময়লা আবর্জনা ফেলা হয় না। যার ফলে শহরের সমস্ত ময়লা প্রায় দুই কিলোমিটার বিস্তৃত সড়কের পাশে ছড়িয়ে রাখা হয়েছে। অথচ এ সড়কের পাশেই জীবননগর আলিয়া মাদ্রাসা এবং দুটি বেসরকারি মাদ্রাসা রয়েছে। এ মাদ্রাসাগুলো সেখান থেকে মাত্র ২শ’ গজ দূরে অবস্থিত। এমন যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগারের স্তুপ জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।স্থানীয়রা বলেন, অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নাকে কাপড় দিয়ে কিংবা নিশ্বাস বন্ধ করে এ রাস্তার পাশ দিয়ে যেতে হয়। এছাড়া এখানে সব সময় ময়লায় উৎপন্ন মিথেন গ্যাসের আগুন জ্বলতে থাকে।স্থানীয়রা আরও বলেন, এখান থেকে প্রতিনিয়ত যে দুর্গন্ধ ও ধোঁয়া বের হচ্ছে তাতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পথচারীদের নাকে কাপড় চেপে চলাচল করতে হয়। ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্র-ছাত্রীসহ আশপাশের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা পৌরসভায় বার বার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।কলেজ ছাত্র রিফাত হোসেন বলেন, বর্ষা মৌসুমে আমাদের এ রাস্তা দিয়ে যাতায়াত করতে সব থেকে বেশি অসুবিধা হয়। কারণ ময়লা আবর্জনা থেকে সৃষ্ট পানি ধুয়ে রাস্তায় এসে জমাট বাঁধে। ফলে ভারী যানবাহন গেলে সেই পানি ছিটকে সাধারণ পথচারীদের গায়ে এসে লাগে। যার ফলে চর্মরোগসহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্মুখীন হতে হয় আমাদের।মাদ্রাসা শিক্ষক ফিরোজ হোসেন জানান, কোন পরিকল্পনা ছাড়া শহরের সকল ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। যার ফলে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ তৈরি হওয়ায় মাদ্রাসার ছাত্রছাত্রীদের মুখে কাপড় বেঁধে ক্লাসে পড়াশোনা করতে হয়। মাঝে মাঝে ছাত্রছাত্রীরা অসুস্থও হয়ে পড়ে। ইতঃপূর্বে আমরা পৌরসভাকে বারবার অবহিত করলেও তারা কোন কথা কর্ণপাত না করে প্রতিদিন এভাবে এখানে ময়লা ফেলে। এখন ময়লা ফেলতে ফেলতে প্রায় দুই কিলোমিটার জায়গা ময়লার ভাগাড়ে পরিণত করে ফেলেছে।জীবননগর সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা বলেন, পৌরসভায় ময়লা-আবর্জনা রাখার জন্য নিজস্ব কোনো জমি নেই।  আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়াও নির্দিষ্ট জায়গা পাওয়ার আগ পর্যন্ত আপাতত ময়লা-আবর্জনাগুলো আগের স্থানেই রাখা হবে বলেও তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে হিমাগার ভাড়া না বাড়ানোর দাবিতে আলু চাষিদের গণঅনশন 
রংপুরে হিমাগার ভাড়া না বাড়ানোর দাবিতে আলু চাষিদের গণঅনশন 

হিমাগার মালিকদের বৈষম্যমূলক একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গণঅনশন কর্মসূচিতে নেমেছে রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা।

সাতক্ষীরায় ৪ মণ মরা গরুর মাংস আটক, পালিয়ে গেছে বিক্রেতারা
সাতক্ষীরায় ৪ মণ মরা গরুর মাংস আটক, পালিয়ে গেছে বিক্রেতারা

সাতক্ষীরার কালিগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে চার মণ মাংস মাটিতে পুতে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করে Read more

‘শাখা থেকে শাখায় ঘুরছেন গ্রাহকরা, মিলছে না টাকা’
‘শাখা থেকে শাখায় ঘুরছেন গ্রাহকরা, মিলছে না টাকা’

তীব্র তারল্য সংকটে পড়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। অনিয়ম আর ঋণ কেলেঙ্কারিতে থাকা ব্যাংকটির বেগতিক অবস্থার বর্ণনায় গ্রাহকদের টাকা উত্তোলন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন