চট্টগ্রামের বাঁশখালীতে ব্যথা নিরাময়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র রিকশাচালক। কামরুল ইসলাম নামে এক ভূয়া চিকিৎসক থেরাপি দেয়ার নামে তার শরীরের বড় একটি অংশ ঝলসে দিয়েছে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভূয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের সাজা দিয়েছে।রবিবার (২০ এপ্রিল) রাত ১২ টার দিকে বাঁশখালী হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জামশেদুল আলম। কামরুল ইসলাম নামে ওই পল্লী চিকিৎসক ফেসবুক ও ইউটিউব দেখে থেরাপি চিকিৎসা দিতেন বলে জানান এবং দোষ স্বীকার করেন।জানা গেছে, রবিবার সন্ধ্যায় কোমর ও পিটের ব্যাথা নিয়ে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলিবলি পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে দরিদ্র রিকশা চালক খলিলুর রহমান নাপোড়া বাজারস্থ শেখেরখীল এলাকার আবদুর রহিমের ছেলে কামরুল ইসলামের চেম্বারে যান। তিনি দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। এদিকে থেরাপি দিতে গিয়ে রিকশা চালক খলিলুর রহমানের শরীর ঝলসে গেলে তার আর্তচিৎকারে লোকজন ছুটে আসেন। এসময় কামরুল ইসলাম তাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখেন। পরে রবিবার রাত ১১ টার দিকে অচেতন অবস্থায় রিকশাচালক খলিলুর রহমানকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। রোগীর সাথে ভূয়া ডাক্তার কামরুল ইসলামকেও উপজেলা সদরে নিয়ে আসেন স্থানীয়রা।খবর পেয়ে রাত ১১ টার দিকে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। তিনি বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, রোগীর স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলেন।  এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূয়া ডাক্তার কামরুল ইসলামকে জেরা করেন। তিনি ফেসবুক-ইউটিউব দেখে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা এবং নিজের দোষ স্বীকার করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ওই রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ দিয়ে সাজা প্রদান করেন। প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসারের এমন অভিযানে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

নরসিংদী, সিরাজগঞ্জ, ফেনী, চট্টগ্রাম- কয়েকটি জেলায় যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে
নরসিংদী, সিরাজগঞ্জ, ফেনী, চট্টগ্রাম-  কয়েকটি জেলায় যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে

সরকার পতনের এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রোববার সারাদেশে অন্তত ৮৩ জন নিহত হয়েছে,আহত হয়েছে বহু মানুষ। Read more

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৩৪২
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৩৪২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র রমজানে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দলখদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, Read more

কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন