প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুপুর সাড়ে ১২ টায় মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ উদ্যানে প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় তারা বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,১৭ বছরের পতিত স্বৈরাচারের পতনের পর তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমারা একটা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলি। নতুন শিশু পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাগল তোফাজ্জল কে হত্যা করার মাধ্যমে মব জাস্টিস শুরু করে, সেভাবে আমাদের পারভেজ কে হত্যা করছে। যারা জুলাই আন্দোলন করেছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা প্রত্যেকে পড়ার টেবিলে চলে গেছে,কিন্ত কিছু ক্ষমতা লোভী মহল প্রত্যেকটা ক্যাম্পাসে তদবির বাণিজ্য, এসি রুমে থাকা,মব জাস্টিসে উস্কে দিচ্ছে।কর্মসূচির নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন বলেন, আমরা দ্রুত পারভেজ হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং যারা হত্যাকারী তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে এরকম হত্যাকান্ড আর না ঘটে সেজন্য কঠোর শাস্তির দাবি দিতে হবে। এছাড়াও, শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে ফেলবে, এটা কল্পনাও করা যায়না। এমন আচরণ আমরা ফ্যাসিবাদের হাতিয়ার ছাত্রলীগের আচরণে ও কাজে খুঁজে পেতাম। সন্ত্রাসীরা যে দলের, যে মতের হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে  'এগ্রি ব্লকেড' কর্মসূচি পালন করছেন Read more

শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি Read more

বরিশালে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
বরিশালে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের Read more

বিএনপিতে ৬ নতুন মুখ
বিএনপিতে ৬ নতুন মুখ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে একজন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে নতুন করে ৫ জনকে মনোনীত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন