টাঙ্গাইলের সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি সেবার মান নিশ্চিতকরণ, শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা জোরদার করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মাহমুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইলে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব- রেজিস্ট্রার শাহাদৎ হোসেন। এসময় সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের শতাধিক সনদপ্রাপ্ত দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন