হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা আবারও কমানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।ফিলিস্তিনপন্থি আন্দোলনের প্রতিক্রিয়ায় এরই মধ্যে হার্ভার্ড, কলাম্বিয়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সরকারি অর্থায়ন বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন।  হোয়াইট হাউসের মতে, বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে ‘ইহুদিবিদ্বেষ ঠেকাতে ব্যর্থ’ হয়েছে। হার্ভার্ড গত সপ্তাহে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায় যে, ছাত্র, শিক্ষক ও পাঠ্যক্রমের ওপর নিয়ন্ত্রণ সরকারের হাতে দেওয়া যাবে না। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।হার্ভার্ডের এই প্রতিক্রিয়ার পরপরই ট্রাম্প প্রশাসন জানায়, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ২.৩ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী অনুদান স্থগিত রাখবে এবং এর করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেয়।দুইটি আলাদা বক্তব্যে ট্রাম্প হার্ভার্ডকে ‘একটি প্রহসন’ এবং ‘কলঙ্ক’ হিসেবে অভিহিত করেন।ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘টাস্ক ফোর্স টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ এর একটি চিঠি প্রকাশ করে দিলে প্রশাসনিক কর্মকর্তারা বিস্মিত হন, যার পরই অতিরিক্ত ১ বিলিয়ন ডলার গবেষণা অনুদান কেটে দেওয়ার পরিকল্পনা আসে।প্রথমে কলাম্বিয়ার তুলনায় হার্ভার্ডকে কিছুটা ‘সহনশীলতা’ দেখানোর পরিকল্পনা থাকলেও, এখন প্রশাসন হার্ভার্ডের ওপর ‘চাপ বাড়াতে’ চায় বলে জানায় পত্রিকাটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে: শিল্পমন্ত্রী 
ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে: শিল্পমন্ত্রী 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ
বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ

৮৮ মিনিটে চিলির প্রাচীর ভেঙে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন