সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ করতে না পারায় পাওনাদারদের চাপে পলান (৪৫) নামের এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর ও গতকাল গভীর রাতে গারাদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর সড়ক পাড়ার কারাবন্দি নাছিরের পুত্র, সে ভেড়াকোলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এবং ব্যবসায়ী নাহিদ গারাদহ ইউনিয়নের চরনবীপুর দক্ষিণপাড়ার মৃত হাসেন আলীর পুত্র, পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।নিহত শিশু নাহিদের চাচা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাহিদ পার্শ্ববর্তী নানাবাড়িতে থাকে ও সেখানেই মাদ্রাসায় পড়ালেখা করে। তার মা গার্মেন্টসে কাজ করে এবং পিতা একটি মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছে। আজ সকালে নাহিদ দাদার বাড়ি গোবিন্দপুর সড়ক পাড়ায় বেড়াতে আসে। চাচাতো ভাইয়ের অটোভ্যান চালানোর চেষ্টা করলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে শিশু নাহিদের মাথার সাথে আঘাত লাগে। ঘটনাস্থলেই শিশু নাহিদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। পরে নাহিদকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।অপর ঘটনায় গতকাল গভীর রাতে উপজেলার গারাদহ ইউনিয়নের চর নবীপুর দক্ষিণ পাড়ার ধান ব্যবসায়ী পলান গ্যাস ট্যাবলেট পান করে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকালে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য পলানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই বিষয়ে পলানের স্ত্রী জানায়, ধানের ব্যবসার জন প্রায় ২০ লাখ টাকা সুদে করে নেয় পলান। পরে অনেক কষ্ট করে ১০ লাখ টাকা পরিশোধ করেন তিনি, এর মধ্যে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। বাকি ১০ লাখ টাকার সুদ দিতে না পারায় ও পরিশোধে ব্যর্থ হয়ে পাওনাদারের চাপে তিনি গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, নিহত পলানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্পাস বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা
ক্যাম্পাস বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) কেন্দ্র করে এর চারপাশে গড়ে উঠেছে শত শত ব্যবসায়িক প্রতিষ্ঠান।

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে।শনিবার (২৯ মার্চ) দুপুরে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে যাত্রী বোঝাই Read more

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন