উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানা মোড় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার নেতা কর্মীরা এতে যোগ দেন। গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্বার নামাজের পর থানা মোড়ে আজাদ হোসেনের উপর আতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে দায়ী করা হয়। শুক্রবার রাতে আজাদের ভাই ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে প্রধান আসামী করে অপর ১৪ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে প্রধান আসামী হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে তিন দিনেও পুলিশ অপর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ মামলার বাদীর। আজাদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দু’দিন ধরে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুুল ওয়াহাব প্রতিটি ইউনিয়নে আজাদের উপরে হামলার প্রতিবাদ সভা ও আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদের আজাদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন। মামলার বাদী আজাদের ভাই আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তিন দিনেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা মামলাটি গোয়েন্দা পুলিশ শাখায় (ডিবি) স্থানান্তরের ব্যবস্থা করবেন বলে জানান। সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের হামলার পর থেকেই জড়িতরা সবাই পালিয়ে গেছে। পুলিশ আসামীদের ধরছেনা বলে বাদী যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে উল্লেখ করেন ওসি। তিনি আরও জানান, পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে Read more

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

‘সংসদ ভেঙে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন, তিন মাসের মধ্যে নির্বাচন’
‘সংসদ ভেঙে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন, তিন মাসের মধ্যে নির্বাচন’

বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংসদ ভেঙে দিয়ে ‘অতি দ্রুত’ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন