ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে নষ্ট। পাশাপাশি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। মাদ্রাসার মাঠে ডাটা চাষ করার কারণে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।সরেজমিনে দেখা যায়, ত্রিশালের উজানপাড়া আলিম মাদ্রাসার সামনের খেলার মাঠে সবজির চাষাবাদ করা হচ্ছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের এই মাঠটি মাদ্রাসার ছাত্রদের খেলাধূলার জন্য বরাদ্দ। মাদ্রাসার ছাত্রদের অভিযোগ তারা খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছেন দখলদারদের জন্য।মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ বলেন,মাদ্রাসার উদাসীনতার কারণে মাদ্রাসা মাঠে ডাটা চাষ হচ্ছে। এতে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পাচ্ছি না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের মাদ্রাসা মাঠে ডাটা চাষ করার করেন আমরা খেলাধুলা করতে পারি না। মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাশের মসজিদ কমিটি আমার অনুমতি ক্রমে মাদ্রাসা মাঠে ডাটা চাষ করেছেন। তবে আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেনি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বিষয়টি আমি অবগত নয়, মাদ্রাসা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পিএম
Source: সময়ের কন্ঠস্বর