যেখানে এই ঘটনা ঘটেছে, সেটি উজ্জয়িনীর অন্যতম ব্যস্ত এলাকা। একই রাস্তায় একটি পেট্রোল পাম্প, উজ্জয়িনীর চরক হাসপাতাল ছাড়াও রয়েছে মদের দোকানও। ওই ঘটনার সময় বহু মানুষ আসা-যাওয়া করলেও কেউ ঘটনাটি থামানোর চেষ্টা করেননি। বরং এরই মধ্যে কয়েকজন ঘটনার ভিডিও করতে থাকে।
Source: বিবিসি বাংলা