দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন ২০২৫। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনেল-২ শাখার উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।এতে জানানো হয়, দেশের প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসকদের কার্যক্রম পর্যালোচনা এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের কার্য-অধিবেশনে স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সংকট এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এজন্য সিভিল সার্জনদের কাছ থেকে তাদের নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবার সমস্যাবলি ও চ্যালেঞ্জ লিখিতভাবে চেয়ে পাঠানো হয়েছে। এসব তথ্য আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে করে জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবারের সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে সিভিল সার্জনদের মতামত গুরুত্ব পাবে। এ জাতীয় সম্মেলন অতীতেও অনুষ্ঠিত হলেও এবারের সম্মেলনটি সময়োপযোগী এবং গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

চা শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়া দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
চা শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়া দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

চা শ্রমিকদের জন্য আসা প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন