অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।‘দাগি’র বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডায়। আগামী ২৫ এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে  দাগির  জন্য সাতদিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল,  ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে। এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো এবং আরও কিছু শহরে। এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন জানান,  দাগি সম্পূর্ণ একটি বাংলাদেশের ছবি। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেশের লোকেশনেই শুট করেছি। পুরো ছবিটিই বাংলাদেশের গন্ধে ভরপুর। আমার বিশ্বাস বাংলাদেশের মত উত্তর আমেরিকার দর্শকদের কাছেও সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলবে।তিনি বলেন, দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে আরো বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম রেসপন্স পাব বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা  বায়োস্কোপ ফিল্মস ৪৯তম পরিবেশনা। সিনেমাটি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, দাগি আমাদের ৪৯তম পরিবেশনা।এই সাড়ে ছয় বছরের পথচলায় আমাদের যতটুকু অর্জন, তার কৃতিত্ব সম্পূর্ণভাবেই উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকদের। তাদের ভালোবাসা ও সমর্থনের ঋণে আমরা আবদ্ধ। দাগি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশের দর্শকদের মত এই ছবি এখনকার দর্শকদের মনে সত্যিই দাগ কাটবে বলে আমার বিশ্বাস।‘দাগি’ সিনেমাতে অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

আওয়ামী লীগ চার নেতাকে মূল্যায়ন করেনি, এ প্রশ্ন কেন ওঠে?
আওয়ামী লীগ চার নেতাকে মূল্যায়ন করেনি, এ প্রশ্ন কেন ওঠে?

বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও তাজউদ্দিন আহমদের মতো কয়েকজন নেতা যেন সবসময়ই আড়ালে ঢাকা পড়ে ছিলেন। Read more

হঠাৎ এত গুজব কেন? তথ্য যাচাইয়ের উপায় কী?
হঠাৎ এত গুজব কেন? তথ্য যাচাইয়ের উপায় কী?

হঠাৎ করে গুজব নিয়ে বিভিন্ন মহলে বেশ কথাবার্তা হচ্ছে। কারণ ‘খবর’ বেরিয়েছে, সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গতকাল মধ্যরাতে তার Read more

কী বার্তা নিয়ে আসছেন দিল্লির বিদেশ সচিব
কী বার্তা নিয়ে আসছেন দিল্লির বিদেশ সচিব

শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যূতির পর সম্পর্কের চরম টানাপড়েনের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকা আসছেন। এছাড়া বাংলাদেশে কত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন