কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার করিমাবাদ তিন রাস্তার মোড় থেকে মেঘনা থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার টিটু মিয়া উপজেলার মানিকারচর গ্রামের মৃত এনতাজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, টিটু মিয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি উঠতি বয়সী তরুণদের মাদকাসক্ত করে ফেলছেন। কেউ কেউ তাকে ‘মাদক গডফাদার’ হিসেবেও অভিহিত করেন। একাধিকবার গ্রেপ্তার হলেও, অজানা কারণে তিনি দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সেই পুরোনো পথে ফিরে যান। তাদের দাবি, এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।পুলিশ সূত্র জানায়, টিটুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। তিনি পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও, জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এমনকি জেল থেকে বের হওয়ার পরেও তার মাদক কার্যক্রম থেমে থাকেনি।গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই আল মামুন জিহাদ এবং কনস্টেবল উত্তম কুমার, রবিউল হাসান, রাসেল মিয়া, মো. মোস্তফা ও আনিছুর রহমান। পুলিশ করিমাবাদ তিন রাস্তার মোড়ে টিটুকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট  ও জিরো টলারেন্স। সমাজ ধ্বংসকারী এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। টিটু মিয়ার মতো পেশাদার অপরাধীদের কোনো ছাড় নেই। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, “মাদকের শিকড় খুব গভীরে। কিন্তু আমরা একে একে উপড়ে ফেলছি। জনগণের সহযোগিতা পেলে মেঘনাকে মাদকমুক্ত করতে সক্ষম হবো। তাছাড়া মেঘনাকে মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, “এই ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ হলেও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে যাই। টিটুর মতো অপরাধীদের ধরতে আমরা সবসময় প্রস্তুত।”স্থানীয় মুরুব্বি আবদুল হাকিম বলেন, “ওসি স্যারকে ধন্যবাদ। বহু বছর পর মনে হচ্ছে, পুলিশ সত্যিই শক্ত অবস্থানে আছে। আমরা চাই, এই অভিযান চলমান থাকুক। এছাড়াও মেঘনা থানার সাম্প্রতিক কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষও। নিয়মিত অভিযান চালালে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে বলে জানান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল Read more

ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) Read more

নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কামাল উদ্দিন সুমন (৩৭) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী নাজমা Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন