নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের ১ যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।শুক্রবার (১৮ এপ্রিল) সকালে র‌্যাব-১১ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত ১ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন। তার আগে হস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েল মিয়ার ছেলে। আর নিহত পাভেল ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তুচ্ছ বিষয় নিয়ে গত ৩১ মার্চ ভোরে তর্কের জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।র‌্যাব আরও জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত জুবায়ের আহমেদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি জুবায়ের আহমেদ পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ কার্যক্রমের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার কাছে অনিরাপদ শিক্ষার্থীরা!
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার কাছে অনিরাপদ শিক্ষার্থীরা!

ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে সমালোচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিরাপত্তা কর্মকর্তা Read more

‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’
‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন