কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ আদালত সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।আহতরা হলেন- হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫)। হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫) আহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত (১০ এপ্রিল) অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকার জনৈক সোহেল মিয়া বাদি হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় উল্লেখিত আসামিরা আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নেয়। এসময় সবাই বাড়ি ফেরার পথে আদালত সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে আগে থেকে উৎ পেতে থাকা বাদী পক্ষের অন্তত ১৫/২০ লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়।হামলার পর আশপাশের লোকজনের সহায়তায় আদালতের কয়েকজন পুলিশ আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় হৃদয় ও দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং বাকিদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।আহত হৃদয়ের চাচা তাহের মিয়া জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্ছু মিয়ার নেতৃত্বে তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন যায় এবং আমার চাচাতো ভাই দুলালের বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি। ভূক্তভোগিরা অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশীয় পণ্য কেনার পরামর্শ দিলেন ফারিয়া
দেশীয় পণ্য কেনার পরামর্শ দিলেন ফারিয়া

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের মতামত প্রকাশ করছেন।

ফাইনালের জন্য সেরা পারফরম্যান্স তুলে রেখেছে বিরাট: রোহিত
ফাইনালের জন্য সেরা পারফরম্যান্স তুলে রেখেছে বিরাট: রোহিত

শুরুটা ভালো হচ্ছে। এরপরই ভুলছেন পথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত একই ট্র্যাকে হাঁটছে বিরাট কোহলির ব্যাট।

নাটোরে সমকামী প্রেমে বাধা, পরিবারের চাপে বাড়ি ছাড়া দুই কিশোরী
নাটোরে সমকামী প্রেমে বাধা, পরিবারের চাপে বাড়ি ছাড়া দুই কিশোরী

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় দুই কিশোরী নিখোঁজ হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং পরিবারের Read more

ভারতের কেরালায় মারাত্মক ভূমিধসে অন্তত ৮০ জনের মৃত্যু
ভারতের কেরালায় মারাত্মক ভূমিধসে অন্তত ৮০ জনের মৃত্যু

কেরালার ওয়েনাড অঞ্চলে মঙ্গলবার ভোর রাতে তিনটি ভূমিধসে ভারতীয় সময় বেলা তিনটে পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ Read more

খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!

খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা রামগড়ে ডাক্তার সংকটের ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলার শিকার এই অঞ্চলের প্রায় লক্ষাধিক সেবা প্রত্যাশী মানুষ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন