মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে। হাত বোমা বিস্ফোরণে মুখ মন্ডল ও শরীরে স্পিড লেগে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত মোশারফ হোসেন ঐ এলাকার কাসেম কাজীর ছেলে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে (১৬ এপ্রিল) ১০টার দিকে প্রতিদিনের ন্যায় জমিতে কাজ করতে যায় তিনি। এ বছর জমিতে পাট চাষ করায় কোদাল দিয়ে জমির মাটি খোরার প্রয়োজন হয়। ফলে জমিতে নেমে মাটিতে কোপ দিলে পূর্বে পুঁতে থাকা হাত বোমায় আঘাত লাগে এবং সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে স্পিড লেগে তার পুরো মুখমণ্ডল ও শরীর গুরুতরভাবে আহত হয়। বোমার শব্দ শুনে আশে পাশের লোকজন ছুটে আসে এবং তার পরিবারের লোকজন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়।ভুক্তভোগীর ছেলে সোহেল জানায়, বাবা প্রতিদিনে ন্যায় আজকেও জমিতে গিয়েছিল জমির চাষ দিতে। জমিতে নেমে কোদাল দিয়ে মাটিতে কোপ দিলেই বোমাটির বিস্ফোরণ হয় এবং আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে আসি।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণ ও আহতের কোন খবর পায়নি। আহতের পরিবার কিংবা ওই এলাকার লোকজনও বিষয়টি এখন পর্যন্ত জানায়নি।এআই
Source: সময়ের কন্ঠস্বর