সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করে তারা। পরে অনুরোধে সড়কের পূর্ব পাশ খুলে দেয়। কিন্তু অপর দিকে অবরোধ চলছে। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে  কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষন করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।খোঁজ নিয়ে জানা গেছে,ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীর অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। ক্লাস বর্জনের পর আজ শতাধিক শিক্ষার্থী অবরোধের ডাক দেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।  মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস,সাইদুল জানায়,মেডিকেল কলেজের ছাত্র আমরা অথচ আমাদের মেডিকেলে ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল না থাকায় এখানে ক্লাস করে কি শিখব। এসব যদি না থাকে তাহলে কেন মেডিকেল কলেজ স্থাপন করা হল। অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশা পাশি আজ কে সড়ক অবরোধ করেছি।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে  বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে শিশুর উপর যৌন নিপীড়ন, ৭ মাস ধরে পলাতক অভিযুক্ত
রাজশাহীতে শিশুর উপর যৌন নিপীড়ন, ৭ মাস ধরে পলাতক অভিযুক্ত

রাজশাহীর পবা উপজেলার গোয়ালদহ গ্রামের ৪ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলার অগ্রগতি নেই। অভিযুক্ত ব্যক্তি Read more

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন